সোমনাথ মুখার্জী, লাউদোহা :- গৃহস্থের বাড়ির গোয়াল ঘর থেকে উদ্ধার হল বিশাল আকৃতির একটি পাইথন সাপ। বৃহস্পতিবার সাপটি উদ্ধার হয় গোগলা পঞ্চায়েতের নতুনডাঙ্গা পালপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নতুনডাঙ্গা পাল পাড়ার বাসিন্দা উজ্জ্বল ঘোষ এর বাড়ির গোয়াল ঘর থেকে বৃহস্পতিবার সকালে উদ্ধার হয় একটি ছ'ফুট লম্বা পাইথন সাপ। এদিন সকালে উজ্জ্বল বাবু গোয়াল ঘর থেকে খড় আনতে গেলে সাপটি তার নজরে পড়ে।
আরোপড়ুন:- সোনাঝুরি জঙ্গলে দুর্গন্ধ যুক্ত মুখবন্ধ বস্তা ঘিরে সৃষ্টি হয় চাঞ্চল্য ,সেই বস্তা খুলে পুলিশ যা দেখলো
সাপের খবর ছড়িয়ে পড়তেই উজ্জ্বল বাবুর ঘরে ভিড় জমান পাড়া-প্রতিবেশীরা। খবর দেওয়া হয় পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা রতন ব্যানার্জিকে। তিনি এসে সাপটি উদ্ধার করেন। রতন বাবু জানান সাপ-টি উদ্ধার করে তুলে দেওয়া হয় লাউদোহা বনদপ্তর এর হাতে।