তনুশ্রী চৌধুরী,কাঁকসা:-কাকসা ব্লক এর এক প্রান্তে রয়েছে দামোদর নদ অপর প্রান্তে রয়েছে অজয় নদ। গত দুদিনের ভারী বৃষ্টির জেরে দুটি নদের জলে প্লাবিত হয়ে কাঁকসার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। শুক্রবার এলাকায় জলমগ্ন হওয়ার কারণে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন শুক্রবার সকালে এনডিআরএফ এর একটি দল পাঠায় কাঁকসায়। তবে শুক্রবার কাঁকসার যে সমস্ত এলাকা জলমগ্ন হয়েছিল বৃহস্পতিবার থেকে সেই সমস্ত এলাকার পরিস্থিতির উন্নতি হওয়ার কারণে জেলা প্রশাসন থেকে আসা এনডিআরএফ দলকে ফেরত পাঠানো হয়েছে। এমনটাই জানিয়েছেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি নিখিল ডোম।
তিনি জানিয়েছেন শুক্রবার থেকে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। এবং যে সমস্ত এলাকা জলমগ্ন হয়েছে সেই সমস্ত এলাকার মানুষদের উদ্ধার করা হয়ে গেছে আগেই। ফলে এখন বিপদের কোনো আশঙ্কা নেই তাই এনডিআরএফ দলকে ফেরত পাঠানো হয়েছে।
একই কথা জানিয়েছেন পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস। তিনি জানিয়েছেন এই মুহূর্তে এনডিআরএফ দলের কোনো প্রয়োজন নেই জেলা প্রশাসন তাদের পাঠিয়েছিল কিন্তু কাঁকসার অবস্থা এখন আগের থেকে অনেকটাই ভালো। বিভিন্ন এলাকায় জল কমতে শুরু করেছে ফলে নতুন করে প্লাবিত হওয়ার কোন আশঙ্কা না থাকায় এনডিআরএফ দলকে ফেরত পাঠানো হয়েছে।