তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- শুক্রবার দুপুরে কাঁকসা ব্লকের অজয় নদের তীরবর্তী বনকাটি অঞ্চলের সাতকাহনিয়া এবং পার্শ্ববর্তী এলাকা এবং বিদবিহার অঞ্চলের কাজলা ডিহি, অজয় পল্লী সহ যে সমস্ত এলাকা এখনো জলমগ্ন রয়েছে এবং অজয় নদের সেই সমস্ত এলাকায় বাঁধের অবস্থা কেমন তা খতিয়ে দেখেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী এবং পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ-সভাধিপতি সমীর বিশ্বাস। শুক্রবার দুপুর নাগাদ তারা গোটা এলাকা পরিদর্শন করেন এবং জলমগ্ন এলাকার বাসিন্দাদের যেখানে নিরাপদ স্থানে রাখা হয়েছে সেই সমস্ত এলাকার গুলি পরিদর্শন করে এলাকার মানুষদের সাথে কথা বলেন তারা।
পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ-সভাধিপতি সমীর বিশ্বাস জানিয়েছেন গত দুদিন ধরে যেভাবে ভারী বৃষ্টি হয়েছে তার ফলে বিহার এবং ঝাড়খন্ড এর জলাধার থেকে জল ছাড়ার ফলে দামোদর নদে এবং অজয় নদে জল বেড়ে যাওয়ার ফলে একদিকে যেমন গোটা কাঁকসা ব্লকের দুটি নদের তীরবর্তী গ্রামগুলি প্লাবিত হয়েছে পাশাপাশি বহু কৃষিজমি, হেক্টরের পর হেক্টর সবজি ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে।
তবে বৃহস্পতিবার সারারাত ধরে গোটা এলাকায় নজরদারি রাখা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। শুক্রবার থেকে কাঁকসার অজয় নদের তীরবর্তী এলাকা গুলি থেকে জল অনেকটাই কমতে শুরু করেছে ফলে এখন বিপদের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন তিনি। এছাড়াও এদিন বিদবিহার অঞ্চলের বনগ্রাম এলাকায় অজয় নদের পাড় বাধার কাজ শুরু হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে।