তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসার বামুনারা এবং বাঁশকোপা এলাকার বিভিন্ন কারখানা থেকে মূল্যবান যন্ত্রাংশের পার্স চুরি করে পালানোর সময় কাঁকসা থানার পুলিশ ৫ জনকে হাতেনাতে ধরে ফেলে। শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করল কাঁকসা থানার পুলিশ।
কাঁকসা থানার পুলিশ সূত্রে খবর ৫জন একটি মোটর ভ্যান এবং একটি সাইকেলভ্যানে করে প্রায় লক্ষাধিক টাকার মূল্যের যন্ত্রাংশের পার্স চুরি করে পালানোর সময় কাঁকসার বামুনারা মোড়ের কাছে পুলিশ তাদের ধরে ফেলে। ধৃতরা ৫ জনই কাঁকসার গোপালপুর এবং বামুনারা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করল কাঁকসা থানার পুলিশ।