অজয় নদের বন্যার জলে ভাসলো বর্ধমান সিউড়ি ২বি জাতীয় সড়ক। ফলে বীরভূমের সহ উত্তরবঙ্গের সঙ্গে বর্ধমান জেলার পাশাপাশি কলকাতার পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আউশগ্রামের ভেদিয়ায় রেল আণ্ডারপাসে এই মুহুর্তে জল জমে গিয়েছে। ফলে আণ্ডারপাস পেরিয়ে যাতায়াত করতে পারছে না কোন যানবাহনই।
তাছাড়া ভেদিয়ার বাগবাটি মোড় সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের ওপর দিয়ে জল বইতে শুরু করেছে। এতে ছোট গাড়িগুলি ভেদিয়া বাজার হয়ে রেলের তিনফুকো আন্ডারপাস পেরিয়ে ঘুরপথে জাতীয় সড়কে যাতায়াত করছে।