তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসার আমানি ডাঙ্গা সিধু কানু স্পোটিং ক্লাবের পক্ষ থেকে দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতার রবিবার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো। ফুটবল প্রতিযোগিতায় মোট ষোলটি দল অংশ নেয়। এদিন চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশ নেয় রাংরে একাদশ বনাম হেমব্রম একাদশ।হেমব্রম একাদশকে হারিয়ে চূড়ান্ত পর্যায়ের খেলায় জয়ী হয় রাংরে একাদশ।
দুটি দলের হাতে পুরস্কার তুলে দেন কাঁকসা ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী, এছাড়াও এদিন উপস্থিত ছিলেন তৃণমূলের আদিবাসী সংগঠনের নেতা মঙ্গল টুডু, পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস, বনদপ্তর আধিকারিকরা সহ এলাকার বিশিষ্ট জনেরা।
ক্লাবের সদস্যরা জানিয়েছেন ফুটবল খেলার প্রতি উৎসাহ বাড়াতে আদিবাসী যুবকদের নিয়ে প্রতিবছর তারা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেন। সেই মতো এবছরও ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। দু'দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতায় মোট ১৬ টি দল অংশ নেয় যার মধ্যে চারটি দল সেমিফাইনালে ওঠে।
সেমিফাইনালে অংশ নেওয়া চারটি দলের খেলায় সেমিফাইনালে হেরে যাওয়া দুটি দলের হাতে পনেরশো টাকা পুরস্কার দেওয়া হয়।এবং রানার্স দলের হাতে ১০ হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়,এবং উইনার্স দলের হাতে ১২হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়।