তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসার গোপালপুরে গোপালপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন গোপাল পুর উত্তর পাড়া জুনিয়র হাইস্কুল ময়দানে বাংলাদেশের হিংসার ঘটনার প্রতিবাদে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবাদ জানালেন ইসকন মন্দিরের ভক্তরা।
রবিবার সকাল থেকেই প্ল্যাকার্ড হাতে বাংলাদেশের হিংসার ঘটনার প্রতিবাদ জানান তারা। পাশাপাশি এদিন সকাল 10 টা থেকে দুপুর 12 টা পর্যন্ত ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে হিংসাত্মক ঘটনার প্রতিবাদ জানান।
ইসকন মন্দিরের ভক্তরা ছাড়াও বিশ্ব হিন্দু পরিষদ এবং ইসকন মন্দিরের বিভিন্ন শাখা সংগঠন এ দিন এই প্রতিবাদ অনুষ্ঠানে যোগ দেন।
আরো পড়ুন:- শারদ উৎসব শেষ হতেই ফের করোনা সতর্কতার প্রচারে নামলো কাঁকসা থানার পুলিশ
ইসকন মন্দিরের ভক্তরা জানিয়েছেন তারা ইতিমধ্যে বিভিন্ন দেশে বাংলাদেশের হিংসাত্মক ঘটনার প্রতিবাদ করেছেন। বাংলাদেশ ছাড়াও বিশ্বের অন্যান্য দেশেও যাতে ইসকন মন্দিরের ভক্তরা যাতে তাদের ধর্মীয় অনুষ্ঠান করতে পারে এবং নির্বিঘ্নে বসবাস করতে পারে সমস্ত দেশের কাছে এই আবেদন করেছেন তারা।