তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- রাজ্যে শারদ উৎসব শেষ হতেই ফের ঊর্ধ্বমুখী করোনা আক্রান্তের সংখ্যা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নির্দেশে শারদ উৎসব শেষ হতেই ফের করোনা রোধে সতর্কতার প্রচারে নামলো পুলিশ । রবিবার কাঁকসা থানার পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হল কাঁকসার গোপালপুর এলাকাজুড়ে । ফের মাস্ক ব্যবহার , শারিরীক দূরত্ব বজায় রাখার কথা ঘোষনা করতে হল পুলিশকে ।
পাশাপাশি রাত্রি ১১ টা থেকে ভোর ৫ টা অবধি চালু থাকছে নৈশ কারফিউ । সে বিষয়েও জানালেন কাঁকসা থানার পুলিশ আধিকারিকরা ।
আরো পড়ুন:- বাংলাদেশের হিংসার ঘটনার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে পানাগর বাজারে পথসভা
নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তারা। বাড়ির বাইরে কেউ মাক্স ছাড়া ঘুরলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।