নীলেশ দাস, আসানসোল:- সোমবার বিকেলে বাংলাদেশের ঘটনার প্রতিবাদে আসানসোলে একটি প্রতিবাদ মিছিলের কর্মসূচি ছিলো বিজেপির। সেই মিছিল কে কেন্দ্র করে উত্তেজনা ও ঝামেলা সৃষ্টি হয়। প্রকাশ্যে দ্বন্দ্ব দেখা গেলো এদিনের মিছিলে। যদিও সেই মিছিলে ঝামেলা হওয়ার সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয়।
সাংবাদিকদের ছবি তুলতে বাধা |
যদিও এই বিষয়ে আসানসোলের বিজেপি কনভেনর শিবরাম বর্মন জানান,হাতাহাতি নয় তবে কিছু ঝামেলায় জড়িয়ে পড়ে। এইটা নিজেদের ব্যাক্তিগত ব্যাপার বলেই জানান। তবে বেশ কিছু জনের বক্তব্য বেশকিছু দূরে যাওয়ার কথা ছিল ওই মিছিলটি তার আগেই ঘুরিয়ে নেওয়া হয়েছে। তিনি আরো বলেন আমাদের বলা ছিলো গির্জা মোড় থেকে পৌরনিগম পর্যন্ত যাবে এই মিছিলটি। কিন্তু এইরকমই বৃষ্টি পড়ছিল তার জন্যেই যাওয়া হয়নি বলে জানান তিনি।