নীলেশ দাস, আসানসোল:-বাংলাদেশের ঘটনার প্রতিবাদে আসানসোলের গির্জা মোড়ে প্রতিবাদ মিছিল করলো বিজেপি।সোমবার বিকেলে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার উদ্যোগে এই প্রতিবাদ মিছিল করা হয়েছে।এদিন গির্জা মোড় থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়ে হটন রোডে মোড়ে গিয়ে শেষ হয়েছে।
এই প্রতিবাদের মাধ্যমে বাংলাদেশের ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেছেন বিজেপি নেতৃত্বরা।এদিনের প্রতিবাদ মিছিলে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার কনভেনার শিবরাম বর্মণ, বিজেপির যুব মোর্চার সভাপতি অরিজিৎ রায় সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।