নীলেশ দাস,আসানসোল:-উত্তরাখণ্ডের কৌশানি যাওয়ার পথে খাদে পড়লো বাঙালি পর্যটকের গাড়ি। আসানসোল থেকে উত্তরাখণ্ড বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলো ৫ জন পর্যটকের। বুধবার এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গাড়ির পিছনে ধাক্কা মারার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে।
আহত অবস্থায় ৭ জন পর্যটক হাসপাতালে ভর্তি রয়েছে। জানা গিয়েছে গত ২১ অক্টোবর ৩০ জন আসানসোল ও রানীগঞ্জ এর পর্যটক উত্তরাখণ্ডের দেরাদুন সহ বিভিন্ন এলাকায় বেড়াতে গিয়েছিলো।
উত্তরাখণ্ডের কৌশানি যাওয়ার পথে কাপোট এলাকায় গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় পর্যটকের গাড়ি। এরপর উত্তরাখণ্ডের পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় পর্যটকদের উদ্ধার করা হলে ৫ জন পর্যটকের মৃত্যু এবং ৭ জন আহত হয়েছে বলে জানা গেছে।
আরো পড়ুন:- 'অসুর দমনে মহাযজ্ঞ' অনুব্রতর,লক্ষ্য ২০২৪ লোকসভা নির্বাচন
মৃতদের মধ্যে মহিলা তিনজন ও দু'জন পুরুষ রয়েছে। আহত আহত ৭ পর্যটককে উদ্ধার করে বাগেশ্বর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় আসানসোলে শোকের ছায়া নেমে আসে।