নীলেশ দাস, আসানসোল:- উত্তরাখন্ডে দুর্ঘটনায় আসানসোলের মহিশীলার শিমুলতলার শ্রাবণী চক্রবর্তীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার এলাকায় মানুষেরা মৃত্যুর খবর পেয়ে শোকাহত হয়ে পড়ে।আহত অবস্থায় মৃত শ্রাবণী চক্রবর্তীর স্বামী যদুনাথ চক্রবর্তী হাসপাতালে ভর্তি রয়েছে।জানা গিয়েছে গত 21 অক্টোবর মহিশীলার শিমুলতলার এক দম্পতি যদুনাথ চক্রবর্তী ও শ্রাবণী চক্রবর্তী উত্তরাখন্ডে বেড়াতে গিয়েছিলেন।এরপর মর্মান্তিক দুর্ঘটনায় শ্রাবণী চক্রবর্তী সহ 5 জন পর্যটকের মৃত্যু হয়েছে।আহত অবস্থায় যদুনাথ চক্রবর্তীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এই মৃত্যুর খবর পেয়ে শিমুলতলা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পাশাপাশি,উত্তরাখন্ডে দুর্ঘটনায় মৃতদের দেহ ফেরানোর জন্য সরকার ও প্রশাসন চেষ্টা করছেন।বৃহস্পতিবার আসানসোলের মহিশীলায় একথা জানান ADDA চেয়ারম্যান তাপস ব্যানার্জি।এর পাশাপাশি তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আরো পড়ুন:- বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলো ৫ জন পর্যটকের, আহত ৭ পর্যটক, শোকের ছায়া এলাকায়
এই প্রসঙ্গে ADDA এর চেয়ারম্যান তাপস ব্যানার্জি বলেন খুব মর্মান্তিক দুর্ঘটনা।রাজ্য সরকার এবং পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে যাদের মৃত্যু হয়েছে এবং যারা আটকে পড়েছেন তাদেরকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে।ইতিমধ্যেই পশ্চিম বর্ধমানের জেলাশাসক এই বিষয়টি দেখছেন।যাতে সকলকেই ফিরিয়ে আনা হয় তারজন্য সরকার সর্বদা চেষ্টা চালাচ্ছেন।