নিজস্ব প্রতিনিধি:-পূর্ব বর্ধমানের গলসির পুরসা স্বাস্থ্য কেন্দ্র চলছে কোভিড ভ্যাকসিনেশন।কিন্তু সমস্যা, প্রয়োজন মত সিরিঞ্জ মিলছে না। এই সংকট মেটাতে দশ হাজার ভ্যাকসিন সিরিঞ্জ দিয়ে পাশে দাঁড়ালো রাধেশ্যাম ইন্ডাস্ট্রিজ নামক একটি স্থানীয় বেসরকারী প্রতিষ্ঠান।
তাদের এমন উদ্দ্যোগে কিছুটা হলেও স্বস্তি পেলো পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভ্যাকসিন কাজে নিযুক্ত স্বাস্থকর্মীরা।গলসি ১ নম্বর ব্লকের পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রতিদিনই আড়াই তিন হাজার মানুষের ভ্যাকসিনেসন করা হয়।
তাছাড়া কখনও কখনও মেগা ভ্যাকসিনেশন ক্যাম্পও করা হয় এলাকায়। পাশাপাশি এলাকার বিভিন্ন বুথে বুথে তারা সাধারণ মানুষকে ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে প্রতিদিন। ফলে চাহিদা মত ভ্যাকসিনের সাথে সাথে সিরিঞ্জ জরুরী হয়ে পরেছে। বর্তমানে ভ্যাকসিনের সরকারী সরবরাহ বহাল থাকলেও সিরিঞ্জের সংকট দেখা দিয়েছিল পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।
হাসপাতালে সিরিঞ্জের ওই সংকট মেটাতে বুধবার রাধেশ্যাম ইন্ডাস্ট্রিজ নিজ উদ্দ্যোগে দশ হাজার সিরিঞ্জ দিয়ে পাশে দাঁড়ালো। উপস্থিত ছিলেন গলসির বিধায়ক নেপাল ঘোড়ুই, রোগীকল্যাণ সমিতির সদস্য পার্থসারথী মণ্ডল, রাধেশ্যাম ইন্ডাস্ট্রিজর দুই প্রতিনিধি অমিতাভ ব্যানার্জ্জী ও অরিন্দম সাহা।