শুভময় পাত্র,বীরভূম:-'ত্রিপুরায় বিজেপি ভয় পেয়েছে, তাই বারবার তৃণমূলের উপর আক্রমণ চালাচ্ছে, ত্রিপুরা ও গোয়া তৃণমূলের দখলে আসবে' বললেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল।
একুশের বিধানসভা নির্বাচনের পর একের পর এক দলবদল এর ছবি উঠে এসেছে জেলার ব্লক স্তর থেকে রাজ্যের শীর্ষ স্তর পর্যন্ত। ঠিক সেরকমই এক ছবি আজ উঠে এলো বীরভূমের বোলপুর তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়ে।
নানুর বিধানসভা এলাকার বাহিরি পাঁচশোয়া ও সিঙ্গি ঘিদহ অঞ্চলের বেশকিছু সিপিএমের নেতা, কর্মী এদিন অনুব্রত মণ্ডলের হাত ধরে শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। ওই অঞ্চলে যাতে কোনরকম অশান্তির পরিবেশ তৈরি না হয়, তাই নির্দিষ্টভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হল দলগতভাবে।
পাশাপাশি কেষ্ট দার কড়া হুঁশিয়ারি দিয়েছেন, যদি কেউ ভাবে শান্তি এলাকায় অশান্ত করবে তাহলে তাকে গাড্ডায় পড়তে হবে।
পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল জানান, বিজেপি ভয় পেয়েছে।তাই বারবার ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা আক্রান্ত হচ্ছে।
আরো পড়ুন:- আসানসোলে জুভেনাইল জাস্টিস বোর্ডের নতুন ভবনের উদ্বোধন হল
কোন লাভ হবে না ত্রিপুরা ও গোয়া দখল করবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, এমনটাই পরিষ্কার ভাষায় জানিয়ে দেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল।