নীলেশ দাস, আসানসোল:- ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেবার প্রতিশ্রুতি দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভোটের পর তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিতে রাজ্য সরকারের পক্ষ থেকে চালু করা হয় দুয়ারে রেশন প্রকল্প।
আর রাজ্য সরকারের সেই দুয়ারে রেশন প্রকল্পের সুবিধার মাধ্যমে রেশন সামগ্রী পেয়ে খুশি রেশন গ্রাহকরাও। শুক্রবার সেই দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে রেশন সামগ্রী বিতরণ করা হলো দেওয়া হলো কুলটি বিধানসভা এলাকার রানীতোলা এলাকায়।
আরোপড়ুন:- একাধিক ইস্যু নিয়ে আসানসোলে সাংবাদিক সম্মেলন করলো বণিক সভা
আর এই বিষয়ে রেশন গ্রাহকরা বলেন এই দুয়ারে রেশন প্রকল্পের সুবিধা মেলায় আমরা ধণ্যবাদ জানাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কে। কারণ আগে রেশন নিতে গেলে কাজ ছেড়ে লাইন দিতে হতো কিন্তু এখন আর অসুবিধে নেই দুয়ারে রেশন প্রকল্প শুরু হওয়াতে।