নীলেশ দাস, আসানসোল:-কয়েকদিন আগেই শেষ হয়েছে বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার। আর সেই রেশ কাটতে না কটতেই বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের আসানসোল রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হলো এক বিজয়া সম্মেলন। মূলত স্বেচ্ছাসেবী সংস্থা 'প্রগতির' উদ্যোগে আয়োযিত হয় এই বিজয়া সম্মেলন।
আর এদিনের এই বিজয়া সম্মেলনে উপস্থিত ছিলেন আসানসোল পূর নিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জী। এদিন তিনি প্রদীপ প্রজ্জ্বলন করে আনুষ্ঠানিক ভাবে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন। পরে তিনি বিজয়া সম্মেলনীতে আসা শিল্পীদের উত্তরীয় পড়ানোর পাশাপাশি তাদের হাতে স্বারক তুলে দিয়ে তাদের সন্মান জানান।
আরোপড়ুন:- কুলটিতে দুয়ারে রেশন প্রকল্পের সুবিধা মেলায় খুশি গ্রাহকরা
পাশাপাশি এদিনের এই অনুষ্ঠান থেকে এক বিশেষ চাহিদা সম্পন্ন মহিলাকে হুইল চেয়ার তুলে দেন পৌর প্রশাসক। পাশাপাশি এদিন আসানসোল দক্ষিণ থানার ভারপ্রাপ্ত আধিকারিককেও উত্তরীয় পরিয়ে ও হাতে স্বারক তুলে দিয়ে তাকে সন্মান জানান অমরনাথ চ্যাটার্জী। এদিনের এই অনুষ্ঠান থেকে জালিওয়ালাবাগের ইতিহাসকে তুলে ধরেন তিনি। এদিকে এদিনের এই বিজয়া সম্মেলনী মঞ্চে গান গেয়ে সকলের মন ভরিয়ে তোলেন আসানসোল দক্ষিণ থানার ভারপ্রাপ্ত আধিকারিক।