নিজস্ব প্রতিনিধি:- হাওড়ার এক ব্যবসায়ী খুন হলেন পূর্ব বর্ধমানের রায়নার গ্রামের বাড়িতে। মৃত ব্যবসায়ীর নাম সব্যসাচী মণ্ডল (৪৪)।বাড়ি রায়নার দারিয়াপুর গ্রামে।বর্তমানে তিনি থাকেন হাওড়ার শিবপুরে।সেখানে তার পলিথিনের ব্যবসা আছে।
শুক্রবার সব্যসাচী মণ্ডল এক বন্ধুকে নিয়ে গ্রামের বাড়ি দারিয়াপুরে যান।রাতে বাড়ির ছাদে রান্না হচ্ছিল। সেই সময় সব্যসাচী মণ্ডলের গাড়ির চালক তাকে ছাদ থেকে নীচে নিয়ে যায় কেউ ডাকছে বলে।তারপরেই তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন সব্যসাচীর বন্ধু রাজবীর সিং ও রাধুনি পার্থ সান্যাল।
Update আরো পড়ুন :- পূর্ব বর্ধমানের রায়নায় হাওড়ার ব্যবসায়ী খুনের ঘটনায় চাঞ্চল্যকর দাবি মৃতের বাবার
তারাই সব্যসাচীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে জানান। এই ঘটনায় গাড়ির চালক ও রাধুনি দু'জনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।