নীলেশ দাস ,আসানসোল:- আসানসোল শহরের যানজট মুক্তের দাবি। শিল্পাঞ্চলে ওভারপুল,গাড়ুই নদী সংস্কার, বেআইনী ভাবে ফুটপাত দখলের অভিযোগে শুক্রবার আসানসোলে এক সাংবাদিক সম্মেলন করলো বণিক সভা।
এদিন বণিক মহলের পক্ষ থেকে আসানসোলের আশ্রম মোড়ে অবস্থিত এক হোটেলে অনুষ্ঠিত করা হয় এই সাংবাদিক সম্মেলনটি। যেখানে আসানসোল শহরে যানজটের জন্য বেআইনি ফুটপাত দখলকেই দায়ী করেন বণিক মহল।
আরোপড়ুন:- কুলটির রানীতলা এলাকায় অবৈধ নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা
পাশাপাশি শহরের উপর দিয়ে বয়ে চলা গাড়ুই নদী দ্রুত সংস্কারের দাবি জানায় তারা। অন্য দিকে বণিক মহলের পক্ষ থেকে শহরের বেআইনি নির্মাণের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন থেকে সরব হয় বণিক মহল।