নীলেশ দাস,আসানসোল:- আসানসোল পৌরনিগমের কুলটির রানীতলা এলাকায় অবৈধ নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো।জানা গিয়েছে শুক্রবার কুলটির রানীতলা এলাকায় একটি অবৈধ নির্মাণকে আসানসোল পৌরনিগমের উদ্যোগে ভেঙে ফেলা হয়েছে।
এই নির্মাণ ভাঙা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।কুলটি থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এই প্রসঙ্গে আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য চন্দ্রশেখর কুন্ডু বলেন সরকারি জায়গা দখল করে অবৈধ নির্মাণ করা হচ্ছিল তা ভেঙে ফেলা হয়েছে। ভবিষ্যতেও এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানান তিনি।
আরোপড়ুন:- কাঁকসায় গৃহবধূ আত্মহত্যার ঘটনায় অভিযুক্তকে বক্রেশ্বর থেকে গ্ৰেপ্তার করলো পুলিশ
যদিও নির্মাণকারীদের দাবি জায়গায়টি তাদের। নির্মানকারীরা অভিযোগ করেন পৌরনিগমের কাছে কোনো বৈধ কাজগ নেই ওই নির্মান ভাঙার । তা সত্ত্বেও ওই নির্মাণ ভাঙা হয় বলে অভিযোগ করেন তারা ।