সোমনাথ মুখার্জী ,অন্ডাল :- ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড বানিয়ে অন্ডালের উখরা থেকে গ্রেফতার ব্যবসায়ী । ধৃত ব্যবসায়ীর নাম দিলীপ বর্ণওয়াল । অন্য আরও এক ব্যবসায়ী প্রদীপ বর্ণওয়াল অভিযোগ করেন দিলীপবাবুর কাছ থেকে ছাব্বিশ টাকা দিয়ে স্বাস্থ্যসাথী কার্ড বানিয়েছিলেন ।
কিন্তু সেই কার্ড নিয়ে অন্ডাল বিডিও অফিসে গেলে সেই কার্ড ভুয়ো বলে জানতে পারা যায় ।অন্ডাল বিডিও-র অভিযোগের ভিত্তিতে উখরা থেকে গ্রেপ্তার করা হয় ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড বানানোর অভিযোগে দিলীপ বার্নওয়াল কে। ধৃতকে আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে এবং তাঁকে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রের খবর ।
চিকিৎসা পরিষেবা সবার কাছে পৌঁছে দিতে স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছে রাজ্য সরকার। এতে চিকিৎসা বাবদ ৫ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাবেন উপভোক্তারা। সম্পূর্ণ বিনামূল্যে দুয়ারে সরকার শিবির থেকে এই কার্ড দেওয়া হচ্ছে।কিন্তু, স্বাস্থসাথী কার্ড তৈরিকে কেন্দ্র করে গড়ে উঠেছে বেশ কিছু অসাধু চক্র।