বেহাল রাস্তা ।দীর্ঘকাল সংস্কার হয়নি । দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েত প্রধানকে পাকা রাস্তার দাবি জানানো হলেও হয়নি রাস্তা, ক্ষোভ গ্রামবাসীদের।পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের মাহাতা গ্রাম পঞ্চায়েতের গ্রামগড় হইতে বসতপুর, ডাংসাড়া গ্রামের সংযোগস্থল পর্যন্ত প্রায় দু'কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। নাজেহাল জলদগ্রাম, বেরুয়া, বারমল্লিক, ডাংসাড়া সহ কয়েকটি গ্রামের বাসিন্দারা।
স্থানীয়দের দাবি,গ্রামগড় থেকে বসতপুর যাওয়ার প্রায় দু'কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা।পাঁচটি গ্রামের প্রবেশপথের মূল রাস্তা এটি। প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন এই রাস্তা দিয়ে। দীর্ঘকাল সংস্কার হয়নি, রাস্তার মধ্যে বড় বড় গর্ত হয়ে রয়েছে। অল্প বৃষ্টিতেই জল জমে ছোট পুকুরের আকার নিয়েছে। গ্রামের কোন রোগীকে হাসপাতাল যাওয়ার জন্য কোন গাড়ি আসতে চায়না। দীর্ঘদিন ধরে পঞ্চায়েত প্রধানকে রাস্তার আবেদন জানানো হলেও কোন ব্যবস্থা হয়নি। রাস্তার দাবিতে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা।
এ বিষয়ে ভাতার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নিখিলেশ্বর মাঝির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বসতপুর থেকে ডাংসাড়া গ্রাম পর্যন্ত ঢালাই রাস্তা হয়েছে। পরবর্তী পর্যায়ে এই রাস্তাটিও হয়ে যাবে।
ভাতার পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি সুমন্ত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অভিযোগ পেলে স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে আলোচনা করে রাস্তাটির ব্যবস্থা গ্রহণ করা হবে।