নিজস্ব প্রতিনিধি:-কোভিড সংক্রমণে রাশ টানতে মাস্ক মাস্ট।বর্ধমানে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তেই মাস্কের বিষয়ে কড়াকড়ি শুরু করেছে পুলিশ প্রশাসন। সোমবার বর্ধমানের জিটি রোডের কার্জনগেট চত্বরে জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন নিজে রাস্তায় নেমে মাস্ক ব্যবহার করতে সচেতন করেন পথ চলতি মানুষজনকে।দুর্গা পুজোর পরই কোভিডের গ্রাফ উদ্ধমুখী। সামাজিক দূরত্ব বিধি শিকেয় উঠেছে। মুখে মাস্ক নেই বেশীরভাগ লোকজনের। তাই কোভিড ঠেকাতে রবিবার রাত থেকে পূর্ব বর্ধমান জেলায় শুরু হয়েছে নাইট কার্ফু।
জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন বলেন, মাস্ক পড়তেই হবে।আজ সচেতন করা হল।কিন্তু এবার মাস্ক না থাকলে গ্রেফতার করা হবে বলে তিনি কড়া হুঁশিয়ারি দেন।টোটো ও বাসেও মাস্কের অভিযান করা হবে বলে পুলিশ সুপার জানান। এদিন পুলিশের পক্ষ থেকে রাস্তায় বের হওয়া মানুষ জনের মধ্যে মাস্ক না থাকলে তাদের মাস্ক পরিয়ে সচেতনতার পাঠ দেওয়া হয়।
আরো পড়ুন: - ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেতে আবারো সক্রিয় বিশ্বভারতী
তবে পুলিশ প্রশাসনের সচেতনতা বা সরকারি নির্দেশিকা জারি থাকলেও একশ্রেণীর নাগরিকরা বেপরোয়া। মাস্ক ব্যবহারে তারা বেশ উদাসীন।