তনুশ্রী চৌধুরী,পানাগড়:- অতিরিক্ত বালি ও পাথর বোঝাই লরি আটক করল বুদবুদ ট্রাফিক গার্ডের কর্মীরা।শুক্রবার ভোর রাত্রে বুদবুদের সাধু নগরের কাছে দু নম্বর জাতীয় সড়কের ওপর ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা নাকা চেকিং করেন।
সেই নাকা চেকিংয়ে সাতটি অতিরিক্ত বালি বোঝাই লরি এবং দুটি অতিরিক্ত পাথরবোঝাই ডাম্পার আটক করল বুদবুদ ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা।
লরির চালকরা স্বীকার করেছেন তারা ওভারলোডিং নিয়ে বুদবুদ থেকে কলকাতায় যাচ্ছিলেন সেই সময় বুদবুদ ট্রাফিক গার্ডের পুলিশ তাদের আটকায়।
আরো পড়ুন:- আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কাঁকসার দুটি পুজো কমিটিকে সম্বর্ধনা জানানো হল
বুদবুদ ট্রাফিক গার্ডের ওসি জানিয়েছেন নাকা চেকিংয়ের সময় গাড়িগুলিতে অতিরিক্ত পরিমাণে মাল বোঝাই করার জন্য আটক করা হয়েছে। গাড়ি গুলির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।