তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে দুর্গাপুরে বৃহস্পতিবার কাঁকসার দুটি পুজো কমিটি সম্বর্ধনা জানানো হয়। কাঁকসার আন্তরিক মহিলা পুজো কমিটি ও পানাগড় বাজারের অগ্রগামী ক্লাবের পুজো কমিটিকে সম্বর্ধনা জানানো হয়। সরকারের নির্দেশ মতো সমস্ত কোভিড বিধি মেনে পুজো করার জন্য। সম্বর্ধনা পেয়ে আপ্লুত আন্তরিক মহিলা পুজো কমিটির সদস্যরা ও অগ্রগামী ক্লাবের সদস্যরা।
সম্বর্ধনার খবর পানাগড়ের রেলপাড়ে ও কাঁকসার হাটতলায় পৌঁছাতেই আনন্দে মেতে ওঠেন তারা।আন্তরিক মহিলা পুজো কমিটির সম্পাদিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই সম্মান পেয়ে তারা আপ্লুত এবং আগামীদিনে চলার শক্তি এবং সাহস নিয়ে এল এই সম্বর্ধনা ।
আরো পড়ুন:-অসুস্থ ছাত্রীর পাশে দাঁড়ালো কাঁকসা গ্রাম পঞ্চায়েত প্রধান
তিনি বলেন আন্তরিক মহিলা পুজো কমিটি চেষ্টা করেছে কোভিড বিধি মেনেই পুজো করার এবং তা করতে সফল হয়েছে কারন এই সম্বর্ধনা সেটাই প্রমাণ করছে । তিনি পুলিশ কমিশনারেট এবং কাঁকসার এসিপি , কাঁকসার আই সি এবং সমস্ত পুলিশ কর্মী ও সিভিক কর্মীদের আন্তরিক দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা এবং অভিনন্দন জানিয়েছেন।
পাশাপাশি পানাগর অগ্রগামী ক্লাব এই সম্মান পেয়ে তারা ক্লাবের সকল সদস্যদের যাদের ঐকান্তিক প্রচেষ্টায় সমস্ত সরকারি নিয়ম মেনে এবারের পুজো করতে সফল হয়েছেন এবং পুলিশ কমিশনারেট এবং কাঁকসার এসিপি,কাঁকসার আই সি এবং সমস্ত পুলিশ কর্মী ও সিভিক কর্মীদের অগ্রগামী ক্লাব দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা এবং অভিনন্দন জানিয়েছেন।