বর্ধমান শহরের ২৭ নং ওয়ার্ডের একাংশকে কনটাইনমেন্ট জোন ঘোষণা করল প্রশাসন। ওই অঞ্চলের শ্যামলাল এলাকার কিছু অংশে কোভিড বিধি জারি থাকবে।সাতদিন সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিন সদর মহকুমাশাসক তীর্থঙ্কর বিশ্বাস ;বর্ধমান পুরসভার সহ পুর-প্রশাসক আইনুল হক ; বর্ধমান থানার আই সি সুখময় চক্রবর্তী সহ প্রশাসনের প্রতিনিধিরা এলাকা পরিদর্শন করেন। তারা এলাকার মানুষকে সচেতন করেন। মাস্ক পড়া ও স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করা হয়। এছাড়াও এলাকার সব দোকানপাট আগামী সাতদিন বন্ধ রাখার কথা বলা হয়েছে।
আরো পড়ুন- নাকা চেকিংয়ে সাতটি অতিরিক্ত বালি ও পাথর বোঝাই লরি আটক করল বুদবুদ ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা
জানা গেছে; বর্ধমান শহরে এই মুহূর্তে ৫৮ জন অ্যাক্টিভ কোভিড রোগী আছেন।তার মধ্যে ১৭ জনই এই এলাকার। তাই এই কঠোর ব্যবস্থার দিকে গেল প্রশাসন।