বর্ধমানের পর এবার মেমারিতে প্রচুর পরিমাণে শব্দবাজি উদ্ধার হল।ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়।ধৃতের নাম বাদল মুর্মু।
বুধবার সন্ধ্যায় মেমারি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মেমারির গৌরীপুরে বাদল মুর্মুর বাড়িতে হানা দেয়।তার বাড়ি থেকে বিভিন্ন ধরণের শব্দবাজি উদ্ধার করে পুলিশ। পাশাপাশি বিপুল পরিমাণ বাজি তৈরির উপকরণও পুলিশ বাজেয়াপ্ত করে।
আরো পড়ুন:- বর্ধমান শহরের ২৭ নং ওয়ার্ডের একাংশকে কনটাইনমেন্ট জোন ঘোষণা করল প্রশাসন
ধৃতকে বৃহস্পতিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। মোট ৫২ কেজি শব্দবাজি ও ৫০ কেজি বাজি তৈরির উপকরণ পুলিশ বাদলের বাড়ি থেকে উদ্ধার করে।