নীলেশ দাস,আসানসোল:-সোমবার অস্ত্র কারখানার ঘটনার দম্পতি সহ ৪ জনকে গ্রেপ্তার করেছিল হীরাপুর থানার পুলিশ। ধৃতদের মঙ্গলবার আসানসোল আদালতে পেশ করা হলে ১০ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দিয়েছিল। তবে ঘৃতদের মধ্যে দুই আগ্নেয়াস্ত্র কারিগর বিহারের মুঙ্গেরের বাসিন্দা এবং দু'জন রহমত নগরের বাসিন্দা।এছাড়াও শুক্রবার আর একজন মোঃ আফজলকে আদালতে তোলা হলে ৭দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেয় আদালত।
অস্ত্র কারখানার ঘটনায় আর এক ধৃতকে আসানসোল আদালতে তোলা হলে ৭দিনের পুলিশী হেপাজতের নির্দেশ দেয় আদালত।শুক্রবার ধৃত মোঃ আফজলকে আসানসোল আদালতে পেশ করা হয়। জানা গেছে বার্নপুরের রহমতনগর এলাকা থেকে মোঃ আফজলকে গ্রেপ্তার করেছে। এখনও পর্যন্ত অস্ত্র কারখানার ঘটনায় মোট ৫ জনকে গ্রেপ্তার করে হীরাপুর থানার পুলিশ।
উল্লেখ্য ,গত সোমবার আসানসোলের বার্নপুর রহমত নগরের নয়া বস্তি এলাকায় অস্ত্র কারখানার হদিশ পাওয়া গিয়েছিল। তবে এই ঘটনায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হীরাপুর থানার পুলিশ ৪ জনকে পুলিশ গ্রেপ্তার করে।মোঃ ফিরোজ, মোঃ তানবীর, জাভেদ হুশেন ও ফারজানা খাতুন। যদিও ঘৃত ৪ জনকে আদালতে তোলা হলে আদালত ১০ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেয়।