নীলেশ দাস,আসানসোল:- প্রতি বছরের মত এবছরের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আসনসোল শহরের ছট পূজার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ।
শুক্রবার আসানসোল পৌরনিগমের অন্তর্গত-৮ নম্বর বোরো এলাকার লছিপুর ব্রামোচারি স্থান পুকুর,নিয়ামতপুরের সরকার পুকুর,সীতারামপুর লোকো পাম্পু তালাও,সীতারামপুরের বিদায়গড় সহ বিভিন্ন ছট ঘাট গুলি সাফাই ও মেরামতের কাজের পরিদর্শন করেন তিনি।
এদিন তার সঙ্গে ছিলেন আসানসোল পৌরনিগমের প্রশাসকের সদস্য মীর হাশিম সহ অন্যান্য ব্যাক্তিরা। আর এবিষয়েই এদিন অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, আসানসোল পৌরনিগম সর্বদা মানুষের সঙ্গে আছে। আমি পৌরনিগমে প্রতিদিনই থাকি, মানুষ যে কোন সমস্যা নিয়ে আসতে পারে আমার কাছে।
আরো পড়ুন:- অস্ত্র কারখানার ঘটনায় আর এক ধৃতকে আসানসোল আদালতে তোলা হল
আমার কাছে আসতে গেলে কোন দারোয়ান বা গার্ড লাগে না। পাশাপাশি তিনি আরো বলেন প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরেছে আসানসোল। বিপর্যয় মোকাবিলা দপ্তর খুব ভালো কাজ করছে এখানে বলেও জানান তিনি।