তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসার বামুনারায় একটি বেসরকারী কারখানায় কাজ করতে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম গোবিন্দ বাধ্যকর। 31 বছর বয়সী গোবিন্দ বাদ্যকর এর বাড়ি পশ্চিম বর্ধমানের জামুরিয়ায়।
মৃত শ্রমিকের বাবা কেদার বাদ্যকর জানিয়েছেন তারা শনিবার ভোর 4 টা নাগাদ ছেলের দুর্ঘটনার খবর জানতে পারেন। তিনি বলেন কারখানায় কাজ করতে গিয়ে তড়িতাহত হয় ছেলে। কারখানায় দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই তার মৃত্যু হয়।
আরো পড়ুন:- পিএসজিকে জেতালেন ডি মারিয়া
মৃত শ্রমিকের বাবা কাঁকসা থানা পুলিশের দ্বারস্থ হন। ক্ষতিপূরণ বাবদ তারা আর্থিক সাহায্য এবং পরিবারের একজনের কাজের দাবি জানিয়েছিলেন। সেইমতো কারখানা কর্তৃপক্ষ তাদের দাবি মেনে ওই মৃত শ্রমিকের পরিবারে একজনকে চাকরির ব্যবস্থা এবং ৫লক্ষ ৮০ হাজার টাকা ক্ষতিপূরণ তার সাথে মৃতদেহ সৎকারের জন্য 50 হাজার টাকা পরিবারের হাতে তুলে দেন।এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে ।