নিজস্ব প্রতিনিধি:- টি২০ বিশ্বকাপ চলাকালীন অনলাইন বেটিং চক্রে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, 1 লক্ষ 50 হাজার 450 টাকা নগদ বাজেয়াপ্ত করেছে পুলিশ।
বর্ধমানের নতুনগঞ্জ পুরাতন চক এলাকার বাসিন্দা জসিম ইকবালের বাড়িতেই চলতো এই বেটিংয়ের আসর। গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ জসিম ইকবালের বাড়ি থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে।
আরো পড়ুন:- কেন্দ্র সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুললেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা
জসিম ছাড়াও সোমনাথ মন্ডল, সেখ আজিজকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি বর্ধমানের খাগড়াগড় ও আলুডাঙ্গা এলাকায়। বৃহস্পতিবার তাদের বর্ধমান আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, শুধুমাত্র ক্রিকেট নয় অন্যান্য বিষয়েও এরা অনলাইন বেটিং চক্রের সাথে জড়িত।