নীলেশ দাস ,আসানসোল:-দিনের পর দিন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম। শনিবার সেই দাম বৃদ্ধির প্রতিবাদে এবার পথে নামলো কংগ্রেস।পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে আসানসোলে বিক্ষোভ দেখালো যুব কংগ্রেস। পাশাপাশি নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয় কংগ্রেসের পক্ষ থেকে।
কংগ্রেস নেত্রী ইন্দ্রানী মিশ্র বলেন,দিনের পর দিন জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। ইতি মধ্যেই পেট্রোল ডিজেল সেঞ্চুরি পার করেছে। আর রান্নার গ্যাসত আকাশ ছোঁয়া দাম। সাধারণ মানুষ খাবারের জন্যে কি না করেই যাচ্ছে। মোদি সরকার শুধু নিজের মনের কথা বলে যাচ্ছে। আর দেশকে গরিবের দিকে ঠেলে দিচ্ছে। মোদি সরকার যা করছে তাই একটা প্রতীকী বানিয়ে বিক্ষোভের পাশাপাশি নরেন্দ্র মোদীর কুশপূত্তুলিকা দাহ করা হয় বলে জানান। ইন্দ্রানী মিশ্র ছাড়াও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের নেতৃত্বেরা।
আরো পড়ুন:- যানজট সমস্যা থেকে মুক্তি পেতে আসানসোলে অটো ও টোটোর বিরুদ্ধে অভিযান
শনিবার আসানসোল কোর্ট সংলগ্ন ঘড়ি মোড়ে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে সামিল হয় কংগ্রেস কর্মীরা। পাশাপাশি এদিনের বিক্ষোভে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করে যুব কংগ্রেসের কর্মীরা। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন কংগ্রেস নেত্রী ইন্দ্রানী মিশ্র।
