নীলেশ দাস, আসানসোল :-যানজট এড়াতে অটো ও টোটোর বিরুদ্ধে অভিযান আসানসোল ট্রাফিক পুলিশের। মাইকিং করে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল যানজট মুক্ত করা হবে আসানসোল শহরকে। সেই নির্দেশের চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই আসানসোলের হটন মোড় থেকে পৌর নিগম পর্যন্ত যানজট মুক্ত করতে তৎপর পুলিশ প্রশাসন। শনিবার সকাল থেকেই এই অভিযান চালানো হয়।
উল্লেখ্য গত শুক্রবার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মাইকিং করে ওই এলাকায় জানানো হয়েছিল আসানসোল বাজারে সকাল ৮ টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত টোটো ও অটো চলাচল করতে পারবে না ওই এলাকায়। এর পরেই শনিবার সকাল থেকে ট্রাফিক পুলিশের তৎপরতা শুরু হয়। যে কোনো টোটো বা অটো এই এলাকায় ঢুকতে গেলে তাদের সরিয়ে দেয়পুলিশ ।
আরো পড়ুন:- সুন্দরবনের সবুজ বাহিনীর পাশে বার্নপুরের নববিকাশ ক্লাব ও আসানসোল পৌরনিগম
এদিন রাস্তার উপর চলাচলকারী টোটো ও অটো গুলিকে ওই রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে মাইকিং করে বলে দেওয়া হয় আসানসোল বাজার সংলগ্ন এলাকায় সকাল ৮ টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত কোনরকমে টোটো ও অটো চলাচল করবে না। মূলত আসানসোল বাজারে যান চলাচলে নিয়ন্ত্রণ ও ভিড় কমাতে ট্রাফিক পুলিশের এহেন উদ্যোগ বলে জানা গেছে।
