নীলেশ দাস, আসানসোল:-সুন্দরবনের (Sundarbons) ম্যানগ্রোভ বাঁচানোর আন্দোলনে সামিল হতে ঝড়খালির সবুজ বাহিনীর মহিলাদের পাশে দাঁড়ালেন বার্নপুর নববিকাশ ক্লাব ও আসানসোল পৌরনিগম। শনিবার নববিকাশ ক্লাবের সদস্যরা রওনা হলেন সুন্দরবনের উদ্দোশ্যে। সুন্দরবনে ম্যানগ্রোভ যে কতটা গুরুত্বপূর্ণ তা ইয়াসের সময় টের পেয়েছে সুন্দরবনবাসী। রাজ্য সরকাকেরর পক্ষ থেকে ম্যানগ্রোভ রোপণের উপরে জোর দেওয়া হয়েছে । এবার মাতলা নদীর চরে রোপণ করা হচ্ছে দুই'লক্ষ্য ম্যানগ্রোভ। মাতলা এলাকার দুশো মহিলা বিনা পারিশ্রমিকে রোপন করছেন বিভিন্ন প্রজাতির দশ হাজার ম্যানগ্রোভের বীজ। সুন্দরবনের গরান,হেতাল, কেওড়া, সুন্দরি, ধুন্দল,খলসি, তোড়া সহ বিভিন্ন প্রজাতির প্রায় দশ হাজার বীজ রোপণ করছেন ম্যানগ্রোভ প্রমিলা বাহিনী'। রবিবার ঝড়খালিতে থেকে আসানসোলবাসীও সুন্দরবনের মাতলা চরে লাগাবেন ম্যানগ্রোভ। পুজোর মুখে সবুজ বাহিনীর দুশো সদস্যের জন্য নতুন শাড়ি ও পড়ুয়াদের জন্য ব্যাগও নিয়ে গেলেন তাঁরা।
নববিকাশ ক্লাবের সেক্রেটারি বাপ্পা তালুকদার জানান,এইটা একটা অন্য ধরনের অনুষ্ঠান,এর আগেও আমরা আমফান এবং ইয়াসে ত্রাণ নিয়ে গেছি। এবারে ঠিক অন্যরকম,এবার আমরা ত্রাণ নিয়ে যাচ্ছি না। ওখানে কিছু ম্যানগ্রোভ গাছ লাগাবার পরিকল্পনা নিয়ে যাচ্ছি। এই প্রকল্পের নাম 'সঞ্জীবনী' সুন্দরবনের ঝড়খালি এলাকায় এক সংস্থা রয়েছে সবুজ বাহিনী বলে সেখানে ২০০ জন মহিলা বিদ্যাধর নদীর ধারে ম্যানগ্রোভ গাছ লাগিয়ে বীজ তৈরি করে অনেক কষ্টের মধ্যে দিয়ে সেই সহযোগিতা করার জন্যে আমরা যাচ্ছি। পাশাপাশি সেই ২০০ জন মহিলাদের পুজোর আগে নতুন বস্ত্র তুলে দিবো এবং তাদের ছেলে মেয়েরা যারা স্কুলে পড়াশুনা করে,পঞ্চাশটি স্কুল পড়ুয়াদের হাতে স্কুলের ব্যাগ তুলে দেওয়া হবে। পাশাপাশি আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগকে সাধুবাদ জানান বলে জানান তিনি।
বার্নপুরের নববিকাশ ক্লাব সদস্যদের বক্তব্য,ম্যানগ্রোভকে ভালোবেসে প্রমিলা বাহিনী ম্যানগ্রোভ বীজ রোপণের কাজে এগিয়ে আসছেন। যেহেতু এই বীজ রোপণের কাজে তারা কোন মজুরি নিচ্ছেন না। বাড়ির কাজকর্ম সেরে যে টুকু সময়ে এই সমস্ত মহিলারা এগিয়ে এসেছেন সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে এবং ভূমিক্ষয় রোধে। তাই তাদের পাশে এক অরণ্য ভালোবাসা নিয়েই পৌঁছাতে চান নববিকাশ ক্লাব। সুন্দরবান বাঁচানোর যে বার্তা, তারাও তাদের সঙ্গে সামিল হয়ে রাজ্যে পৌঁছে দিতে চান।
আরো পড়ুন:- শিক্ষক দিবসকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন কুলটির হাই স্কুলে
এর আগেও করোনা প্রকোপে লকডাউন রাজ্যজুড়ে ত্রানের কাজে ঝাঁপিয়ে পড়তে দেখা গিয়েছিল বার্নপুরে এই ক্লাব সদস্যদের। তারাই প্রথম পুজোয় বাজেট কাটছাট করে কোভিড রোগীদের পাশে দাঁড়িয়েছিলেন। পাশাপাশি সামাজিক বার্তা দিতে ফুটবল টুর্ণামেন্টে সুন্দরী গোরান ম্যাসকট বানিয়েছিলেন। এবার ম্যানগ্রোভ রোপন আন্দোলনেও সামিল হলেন এই ক্লাব। এই কাজে সহযোগিতা করেছেন আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় ও বিধায়ক তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়।
