নীলেশ দাস, আসানসোল:- ৫ই সেপ্টম্বর শিক্ষক দিবস তার এক দিন আগে রক্তদান করে শিক্ষক দিবস পালন করলেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল মাধ্যমিক সমিতির কুলটি হাই স্কুলের শিক্ষক শিক্ষিকরা। শিক্ষক দিবসকে (Teacher's Day) সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন বলে জানান কুলটির হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা।
উপস্থিত অতিথিগন ডা: সর্বপল্লী রাধাকৃষ্ণন (Sarvepalli Radhakrishnan) এর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে রক্তদান শিবিরের শুভ সূচনা করেন । তৃণমূল জেলার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, কুলটি হাই স্কুলের সমস্থ শিক্ষক শিক্ষিকাদের এই উদ্যোগকে সাধুবাদ জানায় ।
এই প্রসঙ্গে কুলটি হাই স্কুলের শিক্ষক তথা টি আই সি, অনুপ কুমার দত্ত বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় এই উদ্যোগ আগামি দিনেও এইরূপে কর্মসূচি নেওয়া হবে বলে জানান ।
আরো পড়ুন:- বিজেপি করার অপরাধে ভ্যাকসিনের লাইন থেকে বের করে দেওয়ার অভিযোগ,অভিযোগ অস্বীকার অভিযুক্ত কাউন্সিলারের
এই রক্তদান শিবিরে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং সুমিত রায় , রাম প্রকাশ ভট্টাচার্য্য , আদিত্য কণার , দিবেন্দু সাহা , এস এন সিং , প্রতিভা নাথ রায় , তুষার ব্যানারজি , সহ অনেকেই ।
