Type Here to Get Search Results !

স্থানীয়দের অভিযোগ পেয়ে, অসামাজিক কার্যকলাপে যুক্ত পরিত্যাক্ত ঘর ভেঙ্গে দিল পুলিশ


নীলেশ দাস ,আসানসোল :- স্থানীয়দের অভিযোগ পেয়ে অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকা টালির ঘর ভেঙ্গে ফেললো পুলিশ। গত শুক্রবার জেমারীর হাট তলায় পুলিশের এডিসিপির দশম বর্ষপূর্তি উপলক্ষ্যে উচ্চপদস্থ পুলিশ কর্তারা এসে এলাকার সাধারণ মানুষের সমস্যার কথা শুনেছিলেন।পুলিশের সামনে মন খুলে বিভিন্ন রকমের সমস্যার কথা জানিয়ে ছিলেন এলাকার সাধারণ মানুষজন।সেইসময় পুলিশের আধিকারিকরা কথা দিয়েছিল সাধ্যমত সমস্যা গুলি দূর করার। তাই শনিবার সেই কথারই প্রতিফলন দেখতে পাওয়া গেলো পুলিশ প্রশাসনের। 

বনজেমারি কোলিয়ারি এলাকায় বেশ কিছু দিন ধরে একটি পরিত্যক্ত টালির ঘরের মধ্যে মদ,গাঁজা,জুয়া সহ নানা রকম অসামাজিক কার্যকলাপ হয় বলে অভিযোগ উঠে আসছিল। স্থানীয়দের অভিযোগ পেয়ে সেই মতো টালির ঘর টি ভেঙে ফেললো সালানপুর থানার পুলিশ।

আরো পড়ুন :- পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে আসানসোলে বিক্ষোভ যুব কংগ্রেসের

গত শুক্রবার এডিসিপি অভিষেক মোদি,এসিপি (কুলটি পশ্চিম) ওমর আলি মোল্লা,সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পবিত্র কুমার গাঙ্গুলি আশ্বাস দিয়েছিলেন সমস্ত রকম বেআইনি কাজ বন্ধ করে পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করবে। এতে ওই এলাকার লোকজন সাহস ফিরে পাবে। পুলিশ সূত্রে জানা গেছে গত শুক্রবার রাতে ওই এলাকায় জুয়ার আড্ডা থেকে আটজনকে গ্রেপ্তার  করা হয়েছে। ইসিএলের সহযোগিতায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে পুলিশ শনিবার বেআইনি কার্যকলাপে থাকা টালির ঘরটি ভেঙে দেয় বলে জানা গেছে। এছাড়াও পুলিশের তরফে জানানো হয়  কোথাও এই ধরনের ঘরের মধ্যে অসামাজিক কার্যকলাপ করছে তবে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad