Type Here to Get Search Results !

টোকিও প্যারালিম্পিকস-এ ব্যাডমিন্টনে রুপো পদক জিতলনে নয়ডার ডিএম সুহাস এল ইয়াথিরাজ

ওয়েব ডেস্ক:- টোকিও প্যারালিম্পিকস(Tokyo Paralympics)-এ ছেলেদের ব্যাডমিন্টনে রুপো পদক জিতলনে নয়ডার ডিএম সুহাস এল ইয়াথিরাজ (Suhas L Yathiraj )। ফাইনালে ফ্রান্সের প্রতিদ্বন্দ্বী লুকাস মাজুর (Lucas Mazur)-র কাছে হারলেন তিনি।স্বামীর এই কৃতিত্বে আনন্দিত সুহাস এল ইয়াথিরাজ-র স্ত্রী তথা গাজিয়াবাদের ADM ঋতু সুহাস । 

গোল্ড মেডেল ম্যাচে ভারতীয় শাটলার ২০ মিনিটে প্রথম গেম ২১-১৫ জিতে নিয়ে শুরুটা দারুণভাবে করেছিলেন। তবে সুহাসের বিরুদ্ধে ফ্রান্সের লুকাস মাজুর ম্যাচে ফিরে এসে ১৭-২১ ও ১৫-২১ ব্য়বধানে পরপর দুই গেম জিতে নেন। দ্বিতীয় গেমে লড়াইটা বেশিরভাগ সময়ই হাড্ডা হাড্ডা লড়াই হলেও গেম জিতে ম্যাচে ফেরেন ফরাসি শাটলার। শেষ সেটে এক সময় তিন পয়েন্টে এগিয়ে থেকেও সুযোগ হাতছাড়া করেন সুহাস। ফলে রুপো জিতেই খুশি থাকতে হয় আইপিএস অফিসারকে।

সুহাস এল ইয়াথিরাজ -কে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind)  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath)। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad