Type Here to Get Search Results !

নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ১২ বছরের এক কিশোরের মৃত্যু কেরলে


ওয়েব ডেস্ক :- নিপা ভাইরাস আতঙ্কে নাজেহাল কেরলবাসী।রবিবার ভোরে কেরালার (Kerala) কোঝিকোড়ে ( Kozhikode) জেলায় নিপা ভাইরাসে আক্রান্ত (Nipah virus infection) হয়ে ১২ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। বেশ কয়েকদিন আগে ওই শিশুর দেহে মিলেছিল নিপা ভাইরাসের খোঁজ। বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হয়। রবিবার ভোর নাগাদ মৃত্যু হয় তার।

এ প্রসঙ্গে কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানান, '১২ বছর বয়সী কিশোরকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারপর মেডিকেল কলেজে আনা হলেও তাকে বাঁচানো যায়নি।' স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ আরও বলেন, 'গতকাল কয়েকজন জেলার কর্মকর্তা ও মন্ত্রীদের সঙ্গে একটি বৈঠক করেছি। পরিস্থিতি মোকাবিলার জন্য দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি। যারা ছেলেটির কাছাকাছি এসেছে তাদের খোঁজ শুরু হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে।'

কেন্দ্রীয় সরকার সহায়তা প্রদানের জন্য ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল-এর একটি দলকে কেরালায় পাঠিয়েছে। দলটি আজই  পৌঁছবে। 

আরো পড়ুন :- টোকিও প্যারালিম্পিকস-এ ব্যাডমিন্টনে রুপো পদক জিতলনে নয়ডার ডিএম সুহাস এল ইয়াথিরাজ

এর আগে ২০১৮ সালেও কেরলের কোঝিকোড়ে ও মালাপ্পুরামে কার্যত মহামারীর আকার নিয়েছিল নিপা ভাইরাস। গত ৩ সেপ্টেম্বর তার মধ্যে নিপা ভাইরাসের উপসর্গ দেখা যায় ওই কিশোরের দেহে।  এরপর পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে নমুনা পরীক্ষা হলে তা পজিটিভ আসে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad