Type Here to Get Search Results !

লড়াই জারি পঞ্জশীরে,কড়া টক্কর দিচ্ছে নর্দান অ্যালায়েন্স


ওয়েব ডেস্ক :- প্রায় গোটা আফগানিস্তান তাদের দখলে এলেও, পঞ্জশির এখনও অধরা তালিবানদের কাছে৷ সেই কারণে পঞ্জশির দখলের জন্য ক্রমাগত চেষ্টা চালাচ্ছে তালিবান৷ পঞ্জশির (Panjshir) দখলের চেষ্টায় বেশ কয়েকবার তালিবান গোলাগুলি শুরু করলেও, শেষমেশ তাদের পিছু হঠতে হয়৷ শুক্রবার রাত থেকে ফের পঞ্জশির দখলের জন্য ওই এলাকায় লড়াই শুরু করে তালিবান৷ যদিও পঞ্জশিরে প্রবেশ করতে রেজিস্টেন্স ফোর্সের কড়া প্রতিরোধের মুখে পড়তে হয় তালিবানকে৷ 

অন্যদিকে তালিবানদের দাবি তারা এবার প্রবেশ করেছে পঞ্জশীরের গভর্নরের অফিসের অন্দরে। তবে সরকারিভাবে কোনও বক্তব্য আসেনি । যদিও তালিবান দাবি করেছে, যে তারা পঞ্জশিরের গর্ভনরের অফিসে ঢুকে পড়েছে। সূত্রের খবর পঞ্জশীর প্রদেশের রাজধানী বাজারাকে প্রবেশ করেছে তালিবান।তালিবানের তরফে দাবি করা হিয়েছে, হিন্দুকুশ পর্বতমালার কোলে থাকা সেই উপত্যকা এখন তাদেরই দখলে। যদিও নর্দান অ্যালায়েন্সের পাল্টা দাবি, তারা মোটেই হার মানেনি এখনও। 

এ দিকে, পঞ্জশির দখলে এসেছে খবর ছড়িয়ে পড়তেই কাবুলে উল্লাস শুরু করে দেয় তালিবানরা। শহরের একাধিক জায়গায় শুরু হয় এলোপাথাড়ি গুলি চালানো।প্রসঙ্গত, মঙ্গলবার রাত থেকেই সংঘর্ষ শুরু হয় মাসুদ বাহিনীর সঙ্গে। এরপরই শুক্রবার রাতে তালিবান দাবি করে, অবশেষে তারা পঞ্জশীর দখল করে নিতে পেরেছে। এরপরই রাতভর গুলি চালিয়ে বিজয় উৎসব পালন করে তালিবান। যদিও প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আমিরুল্লাহ সালেহ জানিয়েছেন, তালিবানরা পঞ্জশীর দখল করেনি এখনও। প্রতিরোধ বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে পঞ্জশীর। তালিবান ছাড়াও পাকিস্তানি ও আল কায়েদা জঙ্গিরাও একযোগে হামলা চালানোয় পরিস্থিতি কঠিন হয়ে উঠলেও কম্যান্ডার ও রাজনৈতিক নেতারা তা সামাল দেওয়ার চেষ্টা করছেন বলে জানান আমিরুল্লাহ সালেহ। 

আরো পড়ুন :- নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ১২ বছরের এক কিশোরের মৃত্যু কেরলে 

তালিবান আফগানিস্তানের ৩৪টি প্রদেশ নিজেদের দখলে নিয়েছে৷ আফগানিস্তানের (Afghanistan) অন্যান্য অঞ্চল দখল করতে পারলেও পঞ্জশিরে (Panjshir) আধিপত্য বিস্তার করতে পারেনি তালিবান (Taliban)। দুর্গম পার্বত্য উপত্যকায় লড়াই করছেন আফগানিস্তানের প্রাক্তন উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ (Former Vice President Amrullah Saleh), আহমেদ মাসুদ ও তাঁদের দলবল। পঞ্জশির প্রদেশে তালিবানদের সঙ্গে যুদ্ধ করছে নর্দান অ্যালায়েন্স। পঞ্জশির নিজেদের দখলে নিলে তবেই তালিবান গোটা দেশ জুড়ে নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে পারবে বলেও মনে করছেন অনেকে৷


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad