নিজস্ব প্রতিনিধি :- পূর্ব বর্ধমানের (East Burdwan) জামালপুর (Jamalpur) মহিলা খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শোভন টুডু নামে এক যুবককে গ্রেফতার করলো পুলিশ। ধৃত শোভন টুডু মেমারির কুচুট পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য। তার বাড়ি কুচুটের কদম তলায়।
প্রসঙ্গত,জৌগ্রামের জলেশ্বর শিব মন্দির সংলগ্ন সেচ ক্যানেল পাড়ে রয়েছে বাঁশ বাগান। রবিবার সকালে এলাকার বাসিন্দারা ওই বাঁশ বাগানে এক অজ্ঞাত পরিচয় মহিলার রক্তাত মৃতদেহ পড়ে থাকতে দেখেন।খবর পেয়ে জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। মহিলার মুখের অংশ থেঁতলানো ছিল।তাঁর কারণে কেউ মহিলার পরিচয় জানাতে পারছিলেন না।
আরোপড়ুন:- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'গুলাব', বড় দুর্যোগের আশঙ্কা
ওই দিন প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিৎ হয় মহিলাকে নৃশংস ভাবে খুন করে কেউ মৃতদেহ বাঁশ বাগানে ফেলে দিয়ে পালিয়েছে। এরপরেই পুলিশ মহিলার পরিচয় উদ্ধারের প্রচেষ্টা চালায়। মঙ্গলবার পুলিশ জানতে পারে ওই মহিলার নাম সুখী মাণ্ডি (৪৭)। তাঁর স্বামীর নাম সাধন মাণ্ডি । মেমারি থানার নিমো ১ পঞ্চায়েতের পলশা গ্রামের বাসিন্দা । খুনের মামলা রুজু করে পুলিশ মহিলার মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। শনিবার ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয়।
