তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বেআইনি ভাবে মদ বিক্রির অভিযোগে কাঁকসার (Kanksa) দুটি পৃথক জায়গা থেকে দুই ব্যক্তি কে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ। কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে কাঁকসার বান্দ্রা গ্রামের বাসিন্দা দেবাশীষ দত্ত নামের এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে ২৫বোতল দেশি মদের বোতল আটক করে পুলিশ।
আরোপড়ুন:- জামালপুরে মহিলা খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য
পাশাপাশি কাঁকসার গোপালপুর পশ্চিম পাড়ায় হানা দিয়ে তাপস ভান্ডারী নামের এক ব্যক্তির কাছে ২৭বোতল দেশি মদ আটক করে পুলিশ।বেআইনি ভাবে মদ বিক্রির (Selling liquor illegally) অভিযোগে ওই দুইজনকে গ্রেফতার করে শনিবার দুর্গাপুর (Durgapur) মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।
