ওয়েবডেস্ক :- বঙ্গোপসাগরের উপরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'গুলাব' (Cyclone Gulab)।ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ৩ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, গুলাব বর্তমানে নিম্নচাপের রূপে রয়েছে। ধীরে ধীরে সেটা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এবং শেষ ঘূর্ণি ঝড়ের আকারে আছড়ে পড়বে।
উপকূলে আছড়ে পড়ার সময় এর হাওয়ার গতিবেগ ঘন্টায় ৮০ থেকে ৯০ কিমি পর্যন্ত হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। এই দুই ঘূর্ণাবর্ত আগামী ১২ ঘন্টায় শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ওড়িশার দক্ষিণে অবস্থিত ব্রহ্মপুর এবং অন্ধ্রপ্রদেশের উত্তরে বিশাখাপত্তনমের মধ্য়ে প্রবেশ করবে। যার জেরে আগামী ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি (Heavy Rain fall) হবে দক্ষিণবঙ্গের সব জেলাতে।
আরোপড়ুন :- সন্ত্রাসবাদ ইস্যুতে রাষ্ট্রসংঘের সভায় পাকিস্তানকে তুলোধনা ভারতের
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগেই যে, ২৬ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে ভারী বৃষ্টি হতে চলেছে দক্ষিণবঙ্গে। উপকূলরক্ষীবাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে তৈরি থাকতে বলা হয়েছে। ২৫ সেপ্টেম্বর থেকে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। কারণ এই সময় নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে। যারা সমুদ্র রয়েছেন তাঁদের ফিরে আসার নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর।
