ওয়েবডেস্ক:- রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে (UN General Assembly) ভাষণ দিতে এসে জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) প্রসঙ্গ তোলায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) তুলোধোনা করল ভারত।শুক্রবার রাষ্ট্রসংঘে কাশ্মীর প্রসঙ্গ তুলে ধরেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ হওয়া থেকে কাশ্মীরের ‘পাকপন্থী’ বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানির মৃত্যু নিয়েও সরব হন তিনি। তারপরই, রাষ্ট্রসংঘে জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করে পাকিস্তানকে তুলোধোনা করেন ভারতের ফার্স্ট সেক্রেটারি স্নেহা দুবে (Sneha Dubey)।
স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন যে, জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের অভ্যন্তরীণ বিষয়। এনিয়ে কোনও আলোচনা কাম্য নয়। বিশ্ব সন্ত্রাসবাদের অন্যতম পৃষ্টপোষক হচ্ছে পাকিস্তান।স্নেহা বলেন, 'বাকি সদস্য দেশগুলি জানে যে সন্ত্রাসবাদীদের আশ্রয়, সাহায্য এবং সক্রিয়ভাবে সমর্থন দেওয়ার ইতিহাস ও নীতি প্রতিষ্ঠা করেছে পাকিস্তান। এটা এমন একটা দেশ যারা রাষ্ট্রীয় নীতি হিসেবে সন্ত্রাসবাদীদের খোলাখুলিভাবে সমর্থন, প্রশিক্ষণ, ফান্ডিং করার জন্য বিশ্বজুড়ে পরিচিত।,‘পাকিস্তান ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল।
আরোপড়ুন :- ইনজেকশন দেওয়ার পর অসুস্থ শিশু! দুর্গাপুর মহকুমা হাসপাতালে বিক্ষোভ অভিভাবকদের
আজও পাক নেতারা তাকে শহিদের মর্যাদা দেয়। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের তালিকায় থাক জঙ্গিদের বেশিরভাগই ওই দেশে রয়েছে।’ ভারতের প্রতিনিধি স্নেহা বলেন, দুঃখের বিষয়, এর আগেও পাকিস্তানের নেতা আমার দেশের বিরুদ্ধে মিথ্যা ও বিদ্বেষমূলক প্রচার চালানোর জন্য রাষ্ট্রসংঘের মঞ্চের অপব্যবহার করেছেন।
