নিজস্ব প্রতিনিধি :- দুর্গাপুর মহকুমা হাসপাতালে (Durgapur Sub Divisional Hospital) বিভিন্ন রোগের উপসর্গ নিয়ে ভর্তি একাধিক শিশু। শুক্রবার ইনজেকশন দেওয়ার পর বেশ কিছু শিশু অসুস্থ হয়ে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে।পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশকে ঘিরে ধরে কার্যত ক্ষোভে ফেটে পড়ল শিশুর পরিবার-পরিজনরা। শিশুর পরিবাররা হাসপাতাল সুপার ও কর্তৃপক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে দেয়।
শনিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে অসুস্থ শিশুদের দেখতে আসেন বিজেপি (BJP) নেতা চন্দ্র শেখর বন্দ্যোপাধ্যায়।এদিন তিনি জানিয়েছেন অসুস্থ শিশু পরিবারের সদস্যরা লাগাতার তাদের সাথে যোগাযোগ রেখেছেন এবং তারাও হাসপাতাল কর্তৃপর্তৃ ক্ষের সাথে এই বিষয়ে যোগাযোগ করছেন। তিনি বলেন শুক্রবারে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা তার পরিবারের সাথে হলেও তিনি উত্তেজিত হয়ে পড়তেন। তবে শুক্রবার এর ঘটনায় যেভাবে হাসপাতালে পরিবেশ উত্তেজনার সৃষ্টিসৃ হয়েছিল সেই পরিবেশ যাতে আর না হয় চিকিৎসকদের কাছে সেই আবেদন করেছেন তিনি।
আরোপড়ুন :- হঠাৎ করে প্রায় সব সব্জির দাম বেড়ে যাওয়াতে সমস্যায় ক্রেতারা
প্রসঙ্গত ,শুক্রবার সকাল থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালের শিশু বিভাগে ইনজেকশন দেওয়া শুরু হয়। বিকেলেও একই ইনজেকশন দেওয়ার পর শিশুরা অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ। এরপরই পরিস্থিতি আরও বিগড়ে যায়। একে একে ভয়ে আতঙ্কে হাসপাতাল ছাড়তে শুরু করে শিশু-সহ পরিবার। দূর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার চিকিৎসক ধীমান মণ্ডল আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি বলে জানালেও, আতঙ্কিত শিশুর পরিবাররা একে একে হাসপাতাল ছাড়তে শুরু করে।
