নিজস্ব প্রতিনিধি ,বর্ধমান :- হঠাৎ করে প্রায় সব সব্জির দাম (Vegetables Price)বেড়ে যাওয়াতে সমস্যায় ক্রেতারা। বর্ধমানের (Burdwan) বাজারে গত দুদিন থেকেই কাঁচা আনাজের দাম বাড়তে শুরু করে। আজ সকালের বাজারে দেখা যায় এক ধাক্কায় প্রায় দ্বিগুণ হয়ে গেছে সব্জির দাম। পটল যা ছিলো ৩০ টাকা কেজি আজ তা ৫০ ছুঁয়েছে। উচ্ছে বা বেগুনও ৫০ এর কোঠায়। টমেটোও ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। ধনেপাতা ২০০ টাকা কিলো। দাম বেড়েছে ঝিঙে, বররটি, কুমড়ো থেকে মুলো সবেরই। একমাত্র আলু আর পিঁয়াজের দাম বাড়েনি। আর মাছ বা মাংসের দাম তো আগেই বেড়ে আছে।
ক্রেতারা জানাচ্ছেন,পুজোর ঠিক আগেই এভাবে দাম বাড়ায় তারা ঘোর সমস্যায়। বাধ্য হয়ে প্রয়োজনের চেয়ে কম জিনিস কিনতে বাধ্য হচ্ছেন।
আরোপড়ুন:- ফের বিতর্কে 'দ্যা কপিল শর্মা শো',দায়ের হল FIR
অন্যদিকে বিক্রেতারা জানান, এ সপ্তাহের গোড়ায় অতিবৃষ্টির ফলে সবজি নষ্ট হয়েছে। অনেক সব্জিই বাইরে থেকে আসে। প্রায় সবকিছুই আগের চেয়ে অনেক দাম বেড়েছে। বাধ্য হয়েই তাদের বেশি দামেই বেচতে হচ্ছে।
