ওয়েবডেস্ক:- ফের বিতর্কে দ্যা কপিল শর্মা শো (The Kapil Sharma's Show)। শোয়ের ডিরেক্টর এমপি সিং ও সঞ্চালক কপিল শর্মার (Kapil Sharma) বিরুদ্ধে এবার সরাসরি মধ্যপ্রদেশের শিবপুর ডিসট্রিক্ট কোর্টে এফআইআর দায়ের করেছেন সুরেশ ধাকড় নামে এক আইনজীবী। মধ্যপ্রদেশের শিবপুর ডিসট্রিক্ট কোর্টে ওই আইনজীবী অভিযোগ দায়ের করার সময়ে জানান, 'এপ্রিলের ২১ তারিখে সোনি টিভিতে সম্প্রচারিত ‘দ্য কপিল শর্মা শো’য়ে আপত্তিকর দৃশ্য দেখানো হয়েছে।'
আইজীবীর অভিযোগ, একটি আদালতের দৃশ্যে শোয়ের এক চরিত্র একটি মদের বোতল হাতে নিয়ে মঞ্চে হাজির হন। শুধু তাই নয়, পরের দৃশ্যে দেখা যায়, তিনি অন্যদেরকেও সেই মদ চেখে দেখতে বলেন। আদালতের দৃশ্যে এহেন কর্মকাণ্ড গর্হিত অপরাধ।
আরোপড়ুন :- WhatsApp Payments এর মাধ্যমে লেনদেন করলে পেতে পারেন ক্যাশব্যাক, আসছে নতুন সুবিধা
চাইলে নির্মাতারা এই বিষয়টিকে পুরোপুরি কাল্পনিক বলেও সতর্কীকরণ দিতে পারতেন। কিন্তু তাঁরা সেটাও করেননি।আর সেকারণেই আদালত অবমাননার অভিযোগ জনপ্রিয় এই কমেডি শোয়ের বিরুদ্ধে। যার জেরে দায়ের হল FIR।
