তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- গোপালপুর উত্তরপাড়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোপালপুর এলাকার গৃহশিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা জানানো হলো।এলাকার ২৮জন গৃহশিক্ষক শিক্ষিকার বাড়ি গিয়ে তাদের হাতে ফুলের তোড়া এবং উপহার দিয়ে তাদের সম্বর্ধনা জানান তৃণমূল কর্মীরা।
উপস্থিত ছিলেন কাঁকসা গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়জিৎ মন্ডল,তৃণমূলের জেলা যুব কমিটির সদস্য রমেন্দ্র নাথ মন্ডল সহ অন্যান্যরা।তৃণমূলের জেলা যুব কিমিটির সদস্য রমেন্দ্রনাথ মন্ডল বলেন এলাকার যে সমস্ত গৃহ শিক্ষক রয়েছেন তারাও সমাজ তৌরির কারিগর।সরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিরা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে সম্বর্ধনা পান কিন্তু যারা গৃহ শিক্ষকতার সাথে যুক্ত যারা কোথাও কোনো অনুষ্ঠানে সম্মানিত হতে পারেন না ।তাই তাদের কথা ভেবে উদ্যোগ নিয়ে করোনা পরিস্থিতি তে অনুষ্ঠান না করে বাড়ি বাড়ি গিয়ে তাদের সম্বর্ধনা জানানো হয়।
পাশাপাশি,কাঁকসা ব্লক তৃণমূল যুব কংগ্রেসএর পক্ষ থেকে শিক্ষকদের শ্রদ্ধা জানাতে শিক্ষক শিক্ষিকাদের বাড়িতে গিয়ে তাদের সংবর্ধনা জানানো হয়।

