তনুশ্রী চৌধুরী,পানাগড়:- শিক্ষক দিবস পালন করা হলো পানাগড় বাজারের একটি হোটেলের পেক্ষাগৃহে।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডি সি পি ইস্ট অভিষেক গুপ্তা, কাঁকসা ACP শ্রীমন্ত ব্যানার্জি, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত দুর্গাপুরের নেপালি পাড়া হাই স্কুলের শিক্ষক ডক্টর কলিমুল হক, কাঁকসা থানার ভারপ্রাপ্ত আইসি অর্ণব গুহ, কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য্য সহ পানাগড় এবং বুদবুদ এলাকার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষিকারা,বুদবুদ থানার ওসি,আইসি সহ পুলিশের আধিকারিকরা ও এলাকা বিশিষ্ট সমাজ সেবীরা।
এদিন সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানান সকলে। পাশাপাশি এদিন অনুষ্ঠানে উপস্থিত সমস্ত শিক্ষক এবং বিশিষ্ট অতিথিদের সম্বর্ধনা জানানো হয়।এছাড়াও এলাকার মেধাবী ছাত্র ছাত্রীদের এদিন সম্বর্ধনা জানানো হয়। বিশিষ্ট গৃহ শিক্ষক উমেশ মিশ্রর উদ্যোগে এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সহযোগিতায় এ দিনের অনুষ্ঠান টি আয়োজন করা হয় ।
ডক্টর কলিমুল হক বলেন শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক হলো গুরু শিষ্যের। তবে সারা বছরই শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানানো হলেও আজকের দিনটায় বিশেষ করে সকল ছাত্র ছাত্রীরা তাদের গুরু দের বিশেষ সন্মান জানায়।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DCP ইস্ট অভিষেক গুপ্তা ছাত্রছাত্রীদের উদ্যেশ্যে বলেন জীবনের প্রতিটি মোড়ে একজন করে শিক্ষক পাওয়া যায়। যার কাছ থেকে জীবনে পথ চলার অনেক বিষয় উপলব্ধি করা যায়। বাড়িতে যেমন মা বাবা শিক্ষিক,স্কুলে যিনি শিক্ষা দান করেন তিনিও শিক্ষক, চাকরি ক্ষেত্রে যিনি কাজ সেখান তিনিও একজন শিক্ষক।তবে শিক্ষকের প্রাপ্তি শুধু এই টুকুই। যাতে তার ছাত্র ছাত্রীরা প্রতিষ্ঠিত হয়। তাই ছাত্র ছাত্রীদের তিনি বলেন যখন কোনো ছাত্র ছাত্রী প্রতিষ্ঠিত হয় তখন তাদের সফলতাই তাদের শিক্ষা গুরুর গুরু দক্ষিনা হয়।
তিনি আরও বলেন শিক্ষা গুরু সকলকে সঠিক পথ দেখান, যে ছাত্র ছাত্রীরা শিক্ষা গুরুর দেখানো পথ অনুসরণ করে তারা প্রতিষ্ঠিত হয় এবং নিজের লক্ষ্যে পৌঁছায়।তিনি মহাভারতের উপমা দিয়ে বলেন গুরু দ্রোনাচার্য তো সবাইকে ধনুরবিদ্য শিখিয়েছিলেন কিন্তু তার মধ্যে অর্জুন সবার উপরে উঠে গেছিলো। তার কারণ সে গুরুর দেখানো পথ অনুসরণ করছিলো।শুধু তাই নয় শ্রীকৃষ্ণ যদি যুদ্ধ করতো তাহলে কি কেউ জিততে পারতো।ভগবান শ্রীকৃষ্ণ শুধু অর্জুন কে রাস্তা দেখিয়েছিলেন।অর্জুন সেই রাস্তা অনুসরণ করে সেই পথে চলে জয়ী হয়েছিলো।তাই শিক্ষকদের দেখানো পথ অনুসরণ করার কথা বলেন তিনি ছাত্রছাত্রীদের।
