তনুশ্রী চৌধুরী,কাঁকসা :- মুর্শিদাবাদে আক্রান্ত কংগ্রেস কর্মীদের দেখতে যাওয়ার পথে গত শুক্রবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর গাড়ির উপর হামলার প্রতিবাদে পানাগর বাজারের চৌমাথা মোড়ে অধীর রঞ্জন চৌধুরীর মুখোশ পড়ে সেই ঘটনার প্রতিবাদ জানালেন কাঁকসা ব্লকে কংগ্রেস কর্মী সমর্থকরা।
অধীর রঞ্জন চৌধুরীর ওপর হামলার প্রতিবাদে রবিবার সকালে পানাগর বাজারে চৌমাথা মোড়ে ঘটনার প্রতিবাদে সরব হন কংগ্রেস কর্মীরা।কাঁকসা ব্লকের কংগ্রেস সভাপতি পুরব ব্যানার্জি বলেন মুর্শিদাবাদের যেভাবে দলের আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য যখন কর্মীদের দেখতে যাচ্ছিলেন সেই সময় অধীর রঞ্জন চৌধুরীর গাড়ির ওপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তারা।
তিনি বলেন রাজ্যে কংগ্রেস এবং সিপিআইএম কে ভয় পেয়ে বিজেপি এবং তৃণমূল আঁতাত করে চলছে। যার জন্য পশ্চিমবঙ্গের বুকে শূন্য হয়েও আজ কংগ্রেস কর্মীদের আক্রান্ত হতে হচ্ছে। পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি কে আক্রান্ত হতে হচ্ছে নির্যাতিত হতে হচ্ছে।আগামী দিনে এই ঘটনার প্রতিবাদে কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ জানাবেন।
