Type Here to Get Search Results !

পাকিস্তান আফগানিস্তান সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় নিহত ৩


ওয়েব ডেস্ক:- পাকিস্তান আফগানিস্তান সীমান্তের কাছে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। তাঁরা সবাই পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্য বলে জানা গেছে। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।  তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে। 


এই ঘটনার জন্য তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে দায়ী করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের মন্ত্রী শেখ রশিদ দাবি করেছেন, একটি চেকপোস্টের কাছে সেই হামলা চালানো হয়েছে। 

আরো পড়ুন:- আফগানিস্তানের পরিস্থিতি গৃহযুদ্ধের দিকে গড়াচ্ছে আশঙ্কা মার্কিন সেনা কর্মকর্তা মার্ক মিলির

পাকিস্তান পুলিশের এক উচ্চ পদস্থ অফিসার আজহার আকরাম জানান রবিবার সকালে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে  আফগান সীমান্তের কাছে কোয়েটা শহরের মিয়ান ঘুন্দি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। আহত ২০ জনের মধ্যে বেসামরিক লোকজনও রয়েছে বলে জানিয়েছেন তিনি।হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad