ওয়েব ডেস্ক:- পাকিস্তান আফগানিস্তান সীমান্তের কাছে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। তাঁরা সবাই পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্য বলে জানা গেছে। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে।
এই ঘটনার জন্য তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে দায়ী করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের মন্ত্রী শেখ রশিদ দাবি করেছেন, একটি চেকপোস্টের কাছে সেই হামলা চালানো হয়েছে।
Condemn the TTP suicide attack on FC checkpost, Mastung road, Quetta. My condolences go to the families of the martyrs & prayers for the recovery of the injured. Salute our security forces & their sacrifices to keep us safe by thwarting foreign-backed terrorists' designs.
— Imran Khan (@ImranKhanPTI) September 5, 2021
আরো পড়ুন:- আফগানিস্তানের পরিস্থিতি গৃহযুদ্ধের দিকে গড়াচ্ছে আশঙ্কা মার্কিন সেনা কর্মকর্তা মার্ক মিলির
পাকিস্তান পুলিশের এক উচ্চ পদস্থ অফিসার আজহার আকরাম জানান রবিবার সকালে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে আফগান সীমান্তের কাছে কোয়েটা শহরের মিয়ান ঘুন্দি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। আহত ২০ জনের মধ্যে বেসামরিক লোকজনও রয়েছে বলে জানিয়েছেন তিনি।হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।
