নিজস্ব প্রতিনিধি:- শিক্ষক দিবসে পূর্ব বর্ধমানের মেমারি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে করোনা বিধিকে মান্যতা দিয়ে অসুস্থ শিক্ষকদের সম্বর্ধনা দেওয়া হল। কেউ ক্যানসার রোগে আক্রান্ত, কেউ পক্ষাঘাতগ্রস্ত, কেউ বয়সের ভারে শয্যাশায়ী এরকম শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে 'দুয়ারে শিক্ষক সম্বর্ধনার' আয়োজন করা হয়ে। সুসজ্জিত ট্যাবলো করে তাঁদের বাড়িতেই বরণ করে নেওয়া হবে।
শিক্ষক দিবস উপলক্ষে রবিবার সকাল থেকেই মেমারি হাসপাতাল থেকে, টোটো করে র্যালি বের করা হয়। গোটা মেমারি শহরে শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। শিক্ষক দিবস মানে ছাত্র-শিক্ষকের মেলবন্ধন ,আজকের দিনে কোথাও-না-কোথাও মিস করছিলেন সেই সমস্ত অবসরপ্রাপ্ত বা অসুস্থ শিক্ষকরা। তাই মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন ঘোষালের উদ্যোগে দুয়ারে শিক্ষকের মাধ্যমে সব শিক্ষকদের সংবর্ধনা জানানো হল।
